একই আস্থা, নতুন সম্ভাবনা - নেটিজেন এখন লিডসউইন

সাপোর্ট হোয়াটসঅ্যাপঃ 01701-269548

"ডাইরেক্ট সাপোর্ট, দ্রুত সমাধান" Eduman এর প্রিমিয়াম সাপোর্ট মডেল

দ্রুত সমাধান ও নিরবচ্ছিন্ন সাপোর্ট

সরাসরি হেড অফিস থেকে সাপোর্ট

তৃতীয় পক্ষ নয়- এডুম্যানের সব সাপোর্ট আসে আমাদের হেড অফিস থেকে। যা নিশ্চিত করে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও দ্রুত সমাধান।

অভিজ্ঞ ও প্রশিক্ষিত টিম

১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন টিম আপনার প্রতিষ্ঠানের অ্যাটেনড্যান্স, রেজাল্ট, ফি কালেকশন সহ সব সিস্টেম সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে।

দ্রুত রেসপন্স ও সহায়তা

ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল বা টিকিট- যেভাবেই যোগাযোগ করুন, আমরা সাথে সাথেই সাপোর্ট দিয়ে থাকি।

নিরাপদ ডেটা ও সিস্টেম রিলায়েবিলিটি

ডেটা লস, ভুল রেজাল্ট বা সিস্টেম ডাউন এসব ঝুঁকি নিরসনে আমাদের রয়েছে ২৪/৭ মনিটরিং ব্যবস্থা।

তৃতীয় পক্ষের উপর নির্ভরশীলতা

তৃতীয় পক্ষের মাধ্যমে সাপোর্ট দেওয়া হতো, ফলে সময়ক্ষেপণ ও তথ্যের অসঙ্গতি দেখা দিত। এই পরিস্থিতি গ্রাহকের হয়রানি, অসন্তুষ্টি ও সেবার মান-অবনমন ঘটাতো।

অনভিজ্ঞ বা অপ্রশিক্ষিত কর্মীর মাধ্যমে সাপোর্ট প্রদান

সাপোর্ট টিমের যথাযথ অভিজ্ঞতা ও টেকনিক্যাল দক্ষতা না থাকায় অ্যাটেনড্যান্স, রেজাল্ট ও ফি ব্যবস্থাপনায় ঘন ঘন ভুল, বিলম্ব এবং অনিয়ম দেখা দিত।

দেরিতে সাপোর্ট প্রাপ্তি

ফোন, মেসেজ ও ইমেইলে দেরিতে সাড়া পাওয়ায় প্রয়োজনীয় সাপোর্টে উল্লেখযোগ্য বিলম্ব হতো, ফলে প্রতিষ্ঠানের কার্যক্রম অযথা সময় নষ্টের সম্মুখীন হতো।

ডেটা নিরাপত্তার উচ্চ ঝুঁকি

তৃতীয় পক্ষ ডেটা পরিচালনা করায় ভুল রেজাল্ট, ডেটা লস ও অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি ছিল বেশি। মনিটরিং না থাকায় এসব সমস্যাগুলো আরও বৃদ্ধি পেত।

এডুম্যানের সাপোর্ট সমূহ

রেজাল্ট প্রসেসিং ও মার্কশিট

ডিজিটাল ফি কালেকশন ও গেটওয়ে সাপোর্ট

ছাত্র-শিক্ষক অ্যাটেনড্যান্স

অনলাইন ভর্তি ও রেজিস্ট্রেশন

ডেটা ব্যাকআপ ও মাইগ্রেশন​

সফটওয়্যার ট্রেনিং ও গাইডেন্স​

সিস্টেম আপডেট ও বাগ ফিক্স​

সাপোর্ট সময় সূচী (ছুটির দিন ব্যতিত)

রবিবার - বৃহস্পতিবারঃ 9:00 AM – 5:00 PM

সাপোর্ট পেতে যোগাযোগ করুন

অর্ডার করতেঃ

01708-444950

সাপোর্ট পেতে, হোয়াটসঅ্যাপঃ

01701-269548

যেকোনো অভিযোগ সংক্রান্তঃ

01322918988

ইমেইলঃ

[email protected]

সাপোর্ট সংক্রান্ত জিজ্ঞাসা (FAQ)

হ্যাঁ, আমাদের খুব স্পষ্ট ও সুনির্দিষ্ট সাপোর্ট পলিসি রয়েছে- https://edumanbd.com/support-policy/

  • অবশ্যই- এটি গ্যারান্টেড। Eduman এর এমন কোন সাপোর্ট প্রয়োজন হয়না যা, ফেইস টু ফেইস গিয়ে ডেলিভার করার মত। সবকিছুই রিমোটলি/ভার্চুয়্যালি/অনলাইনেই সম্ভব।
  • বর্তমানে আমাদের খুবই সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট ভিডিও টিউটোরিয়াল রয়েছে। যা আপনার প্রতিষ্ঠানের যে কেউ সহজেই বুঝতে পারবেন- https://edumanbd.com/video-tutorial
  • বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইত্যাদি ব্যবহার করতে পারেন। অথচ বিষয়টি একসময়, খুব দুঃসাধ্য ছিল। ফলে, বর্তমানে আর স্থানীয় প্রতিনিধি প্রয়োজন নেই।
  • অন্যদের মত আমরা জ্ঞান ও দক্ষতা কুক্ষিগত করিনা, বরং আমরা তা দ্রুত বিতরণ করি।
  • যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার কারো সাহায্য ছাড়া শেখা দুঃসাধ্য, তা অত্যন্ত ব্যাকডেটেড সিস্টেম।
  •  মাত্র দুইটি ভিডিও দেখেই সবকিছু নিজেই শিখে নেয়া সম্ভব। তাছাড়া আমাদের সার্বক্ষণিক সাপোর্ট সিস্টেম তো থাকছেই।
  • আগে পুরো সফটওয়্যারের ফুল ডেমো ভিডিও দেখুন- https://edumanbd.com/video-demo/
  • তারপর স্টেপ বাই স্টেপ আপনার প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল দেখুন- https://edumanbd.com/video-tutorial/

১. এডুম্যান সফটওয়্যারের ফুল ডেমো ভিডিওটি দেখতে হবে- https://edumanbd.com/video-demo/

২. সফটওয়্যারের গ্রাফিক্যাল ভিউ ফুল দেখতে হবে- https://edumanbd.com/graphical-view/

৩. এডুম্যানের ভিডিও টিউটোরিয়াল সবগুলো দেখতে হবে- https://edumanbd.com/video-tutorial/

৪. এডুম্যান লাইভ সফটওয়্যার এক্সপ্লোর করে করে দেখতে হবে- https://edumanbd.com/live-software/

৫. একটি Google Form পূরণ কতে হবে এবং ফিরতি মেইলে অনলাইন (Google Form) এ পরীক্ষা দিতে হবে।

৬. পাশ মার্কস পেলেই শুধুমাাত্র সার্টিফিকেট দেয়া হবে। না হলে আবার প্রস্তুতি নিয়ে পুনরায় পরিক্ষা দেয়ার সুযোগ দেযা হবে।

  • আমাদের এডুম্যান সফটওয়্যারের সকল ডেটার পুরো ব্যাকআপই নেয়া সম্ভব।
  • সফওয়্যারের প্রয়োজনীয় রিপোর্ট সমূহের ব্যাকআপ সাধারণত ২-৩টি ফরম্যাটে নেযা যায়- Excel/CSV/PDF.
  • যদিও আমাদের বিগত ১০ বছরে কোন ক্লায়েন্টের ডেটা ব্যাকআপ নেয়া প্রয়োজন হয়নি। তারপরও আমাদের রেকমেন্ডশন ৩ মাস পরপর নিয়ে রাখতে পারেন।
  • অবশ্যই করা যাবে। আমরাই প্রথম গ্রাহকের এ বিষয়ে সর্বোচ্চ ফ্ল্যাক্সিবিলির কথা বিবেচনা করেই সফটওয়্যার তৈরী করেছি।
  • উল্লেখ্য- যারা ইচ্ছাকৃতভাবেই একটি বিবেচনা করেনি, তারা মূলত গ্রাহকের জন্য একটি ডিজিটাল কারাগার তৈরী করেছে।
  • জেনে রাখা ভাল- একেক সফটওয়্যারের ডেটাবেইজের স্ট্রাকচার একক রকম, বিধায় কমপ্লিট মাইগ্রেশন কোনভাবেই সম্ভব নয়।

হ্যাঁ হতে পারে, যখন কোন আর্জেন্ট ইস্যু তৈরী হয় তখন খুব কম সময়ের জন্য বিনা নোটিশে সার্ভার বন্ধ থাকতে পারে।

হ্যাঁ, পূর্ব পরিকল্পিত কোন আপগ্রেডেশন বা রুটিন মেইনটেনেন্সের জন্য পূর্ব নোটিশ প্রদান করে সাময়িক সময়ের জন্য সার্ভার বন্ধ রেখে কাজ করা হয়।

না, এডুম্যান একটি অনলাইন/ওয়েব-ভিত্তিক সফটওয়্যার সার্ভিস। তবে নির্ধারিত Excel ফরম্যাটে অফলাইনে কাজ করে, অনলাইনে আপলোড করার সুবিধা আছে।

হ্যাঁ। ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যায় এবং payment.edumanbd.com পোর্টালের মাধ্যমে ঘরে বসে বেতন পরিশোধ করা যায়। এছাড়া SMS-এ রেজাল্ট/পে-স্লিপ পাঠানো যায়।

মূলত ৩ ধরণের- . এডমিন (সকল নিয়ন্ত্রণ ওনার হাতে), ২. শিক্ষক (শিক্ষার্থীর তথ্য, হাজিরা, মার্ক ইনপুটপ), ৩. অপারেটর/একাউন্টেন্ট (তাকে যতটুকু ক্ষমতা দেয়া হবে, ততটুকুই পাবেন)।

নিঃসন্দেহে কাজে লাগবে। যেকোন সফটওয়্যার অপারেট করা বা নতুন ধরণের ডিজিটাল দক্ষতা উন্নয়ন সহ সার্টিফিকেটও কাজে লাগবে।