Eduman আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই গোপনীয়তা নীতিমালায় ব্যাখ্যা করা হলো- আপনি যখন আমাদের ওয়েবসাইট (www.edumanbd.com) ব্যবহার করেন, অথবা সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, রেফারেল লিংক, বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন- তখন আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি, কীভাবে তা ব্যবহার করি এবং কীভাবে তা সুরক্ষিত রাখি।
এই নীতিমালা প্রযোজ্য হবে-
আপনি ওয়েবসাইট ব্যবহার করলে বা ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে যুক্ত হলে নিম্নলিখিত তথ্য সংগ্রহ হতে পারে-
ক) ব্যক্তিগত তথ্য
নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, প্রতিষ্ঠান/পদবি (যদি প্রদান করেন), এবং যোগাযোগ ফরম/ডেমো ফরম/লিড ফরমের মাধ্যমে আপনি স্বেচ্ছায় যে তথ্য দেন।
খ) ব্যবহার ও আচরণগত তথ্য
ওয়েবসাইটে আপনার কার্যক্রম- যেমন পৃষ্ঠা দেখা, ক্লিক, স্ক্রল, ফরম সাবমিট, বাটন ক্লিক, বিজ্ঞাপন/ক্যাম্পেইন ইন্টার্যাকশন ইত্যাদি।
আইপি ঠিকানা, ব্রাউজারের ধরন, অপারেটিং সিস্টেম, ডিভাইস শনাক্তকারী তথ্য, ভাষা সেটিংস, লগ ডেটা, আনুমানিক লোকেশন, এবং নিরাপত্তা-সম্পর্কিত ডায়াগনস্টিক তথ্য।
আইপি ঠিকানা বা ডিভাইস থেকে নির্ধারিত আনুমানিক ভৌগোলিক অবস্থান (সুনির্দিষ্ট লোকেশন নয়, যদি না আপনি আলাদাভাবে অনুমতি দেন)।
আপনি কোন উৎস থেকে এসেছেন- যেমন সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া পোস্ট/বিজ্ঞাপন, বা অন্য ওয়েবসাইটের লিংক- এ ধরনের তথ্য (উদাহরণ: UTM/রেফারার/ক্যাম্পেইন আইডি)।
সংগ্রহকৃত তথ্য আমরা ব্যবহার করি-
আমরা কুকি ও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করতে পারি (যেমন Pixel/Tag/SDK)। এগুলো সাহায্য করে-
আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকি নিয়ন্ত্রণ/ব্লক করতে পারবেন। তবে কুকি বন্ধ করলে কিছু ফিচার সীমিত হতে পারে।
আমাদের ওয়েবসাইট/ক্যাম্পেইনে তৃতীয় পক্ষের টুল ব্যবহার হতে পারে- যেমন:
এই টুলগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালা অনুযায়ী কিছু তথ্য সংগ্রহ/প্রক্রিয়াকরণ করতে পারে। আমরা তাদের নীতিমালার বাইরে নিয়ন্ত্রণ করতে সক্ষম নই।
এডুম্যান আপনার ব্যক্তিগত তথ্য কখনোই বিক্রি, ভাড়া বা বাণিজ্যিকভাবে হস্তান্তর করে না। তবে সীমিত পরিসরে শেয়ার হতে পারে-
সেবা কার্যক্রম পরিচালনার জন্য এডুম্যান প্রয়োজন অনুযায়ী হোস্টিং, পেমেন্ট গেটওয়ে, এসএমএস/ইমেইল গেটওয়ে, অ্যানালিটিক্স ও টেকনিক্যাল সাপোর্ট প্রদানকারী নির্দিষ্ট থার্ড-পার্টি প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারে। এসব ক্ষেত্রে শুধুমাত্র সেবা সম্পাদনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তথ্য সীমিত পরিসরে শেয়ার করা হয় এবং প্রদত্ত সকল তথ্য এনক্রিপ্টেড ও নিরাপদ অবস্থায় প্রক্রিয়াজাত করা হয়।
সংশ্লিষ্ট সকল সেবা সহযোগী প্রতিষ্ঠান আমাদের গোপনীয়তা নীতিমালা ও প্রযোজ্য আইন অনুসরণ করতে বাধ্য এবং তারা কোনোভাবেই এই তথ্য নিজস্ব প্রয়োজনে ব্যবহার বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে না, আইনগত বাধ্যবাধকতা ব্যতীত।
আইন, বিধি, সরকারি নির্দেশ, বা বৈধ আদালতের আদেশে প্রয়োজন হলে।
একত্রীকরণ/অধিগ্রহণ/সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে তথ্য স্থানান্তর হতে পারে; তবে প্রযোজ্য ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা নিশ্চিত করা হবে।
আপনার তথ্য সুরক্ষায় আমরা যুক্তিসঙ্গত ও মানসম্মত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি-
সফটওয়ার সম্পর্কিত প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো মূল্যবান সেবা যা সরাসরি অভিভাবক অথবা শিক্ষার্থী কর্তৃক ব্যবহার যোগ্য, সে সকল পণ্য সেবার ক্ষেত্রে Eduman কর্তৃপক্ষ সকল প্রকার প্রচারণা, প্রকাশনা, সার্ভিস বিক্রয় ও পরিসেবা প্রদান করতে অনুমোদিত থাকবে (বর্তমান ও ভবিষ্যৎ) ।
আপনি নিম্নলিখিত অধিকার সংরক্ষণ করেন-
অধিকার প্রয়োগের জন্য যোগাযোগ করুনঃ [email protected]
আমাদের ওয়েবসাইট ও সেবাগুলো সাধারণত প্রাতিষ্ঠানিক/অভিভাবক/প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য। যদি অপ্রাপ্তবয়স্ক কারও তথ্য অনিচ্ছাকৃতভাবে সংগ্রহ হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এই নীতিমালা সময় সময় হালনাগাদ হতে পারে। পরিবর্তন এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে এবং কার্যকর তারিখ সংশোধন করা হবে।
এই নীতিমালা বিষয়ে প্রশ্ন/মতামত/অভিযোগ থাকলে যোগাযোগ করুন-
Eduman
ওয়েবসাইটঃ www.edumanbd.com
ইমেইলঃ [email protected]
সাপোর্টঃ [email protected]
ফোনঃ 01701-269548
"*" indicates required fields
WhatsApp us