একই আস্থা, নতুন সম্ভাবনা - নেটিজেন এখন লিডসউইন

সাধারণ জিজ্ঞাসা (FAQ)​

Eduman হলো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার। যেখানে সকল দাপ্তরিক ও প্রশাসনিক কাজ ডিজিটাল পদ্ধতিতে করা যায়।

স্কুল, কলেজ, মাদ্রাসাসহ যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এডুম্যান সফটওয়্যার সহজেই ব্যবহার করতে পারবে।

  • ডিজিটাল অ্যাটেনডেন্স
  • ফি কালেকশন + অনলাইন পেমেন্ট
  • অটোমেটেড একাউন্টিং
  • রেজাল্ট প্রসেসিং ও অনলাইন পাবলিশ
  • রুটিন তৈরি
  • নোটিফিকেশন ও SMS
  • স্টুডেন্ট/টিচার প্রোফাইল
  • শক্তিশালী রিপোর্টিং ও ড্যাশবোর্ড
  • ১০০% ডেটা সিকিউরিটি ও ব্যাকআপ

শুধু প্রতিষ্ঠানের মৌলিক তথ্য দিলেই সেটআপ হয়ে যায়।
সাথে পাওয়া যাবে-

  • প্রফেশনাল ডাটা সেটআপ
  • ভিডিও টিউটোরিয়াল
  • লাইভ ট্রেনিং/সার্টিফিকেট
  • ডেডিকেটেড সাপোর্ট

এডুম্যানে রয়েছে-

  • এনক্রিপ্টেড সার্ভার (AWS)
  • অটোমেটিক ডাটা ব্যাকআপ
  • ১০০% ডেটা সিকিউরিটি
  • শিক্ষার্থী সংখ্যাভিত্তিক প্যাকেজ রয়েছে।
  • ওয়েবসাইটের মূল্য তালিকা দেখুন অথবা সাপোর্টে যোগাযোগ করুন।

না। তবে, ২০২৬ সালে মোবাইল অ্যাপ তৈরীর পরিকল্পনা রয়েছে।

হ্যাঁ। ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যায়।
এছাড়া SMS-এ রেজাল্ট পাঠানোর সুবিধাও আছে।

হ্যাঁ। এডুম্যানে ডিজিটাল ফি কালেকশন সুবিধা রয়েছে। এতে করে অভিভাবকরা ঘরে বসে ফি পরিশোধ করতে পারবেন।

হ্যাঁ। এক্সেল বা অন্য সফটওয়্যার থেকে ডেটা ইম্পোর্ট করা যায়।

সাপোর্ট শুধুমাত্র Eduman/Leadswin Head Office থেকে দেওয়া হয়।

  • ফোন
  • WhatsApp
  • Live Chat
  • Remote Support

সব মাধ্যমেই সাপোর্ট প্রদান করে।

হ্যাঁ। ব্যাংক বা অফিসিয়াল চ্যানেলে পেমেন্ট করলে ৩০ দিনের মধ্যে অসন্তুষ্ট হলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।

  • মূলত এটি একটি অনলাইন সফটওয়্যার।
  • ইন্টারনেট না থাকলে সাপোর্ট করে না।

হ্যাঁ পাবেন। এর মাধ্যমে তাঁরা,

  • যে কোন পরীক্ষার সাবজেক্ট অনুযায়ী মার্ক ইনপুট
  • শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ও
  • অ্যাটেনডেন্স নিতে পারবেন

মাত্র কয়েকটি ধাপে-

  • মার্ক ইনপুট
  • অটো ক্যালকুলেশন
  • গ্রেড জেনারেশন
  • অনলাইন পাবলিশ

কয়েক মিনিটেই সম্পন্ন

১০ বছরের বেশি সময় ধরে সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।

  • না। শুধুমাত্র Head Office Direct Support.
  • কোনো মধ্যস্বত্বভোগী নেই।

হ্যাঁ। কোনো লুকানো চার্জ নেই। ইচ্ছা করলেই ডেটা ব্যাকআপসহ অ্যাকাউন্ট বন্ধ করা যায়।

ওয়েবসাইটে ডেমো অপশন থেকে ভিডিও, গ্রাফিক্যাল ও ডেমো লাইভ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।

না। ল্যাপটপ অথবা ডেস্কটপ যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।